রবিবার, ৩ জুলাই, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

পাহাড়ের নিরাপত্তায় এপিবিএনের টহল

রাঙামাটি প্রতিনিধি

পাহাড়ের নিরাপত্তায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন বাংলাদেশ (এপিবিএন)-এর টহল শুরু হয়েছে। শান্তি-শৃঙ্খলা রক্ষায় পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে এপিবিএন বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। এপিবিএন বাংলাদেশ পুলিশের বিশেষায়িত একটি দল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পাহাড়ে দৌরাত্ম্য বেড়েছে সশস্ত্র সন্ত্রাসীর। চাঁদাবাজি, খুন, গুম থেকে বাঁচতে পাহাড়ের মানুষ আবার সেনা ক্যাম্প স্থাপনের দাবি জানান। সম্প্রতি তিন পার্বত্য জেলা সফর করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ সময় তিনি বলেন, পাহাড়ে শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর বিকল্প হিসেবে এপিবিএন নিয়োগ করা হবে। পরিত্যক্ত সেনা ক্যাম্পে স্থাপন করা হবে এপিবিএন ক্যাম্প। এ ঘোষণার ৩৫ দিন পর ১ জুলাই রাঙামাটিতে আনুষ্ঠানিক টহল কার্যক্রম শুরু করেছেন এপিবিএন সদস্যরা। রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় গতকাল এপিবিএনের গাড়ি টহল দিতে দেখা গেছে। প্রায় ২০০ সদস্য নিয়ে রাঙামাটিতে কার্যক্রম শুরু করা হয়েছে।

সর্বশেষ খবর