ঝুঁকিতে মৌলভীবাজারের মনু নদীর প্রতিরক্ষা বাঁধ। এই নদীর ভাঙন রোধ এবং বন্যার স্থায়ী সমাধানে ‘মনু নদের ভাঙন থেকে কুলাউড়া, রাজনগর ও মৌলভীবাজার সদর রক্ষা’ প্রকল্পে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। নদের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের বেলেরতল সাইট থেকে ভরাট করা জিও ব্যাগ খালি করে গতকাল অন্যত্র নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা জিও ব্যাগভর্তি একটি ট্রাক আটক করেন এলাকাবাসী। এ ছাড়া গত ২০ জুন রাজনগর উপজেলার আদনাবাদ এলাকায় নদে পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙনকবলিত ও ঝুঁকিপূর্ণ স্থানে জিও ব্যাগ না ফেলে রাতের আঁধারে এক হাজারের বেশি ব্যাগ স্রোতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। ব্লক নির্মাণে নিম্নমানের পাথর ব্যবহারেরও অভিযোগ আছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, মনু নদের ভাঙন থেকে কুলাউড়া, রাজনগর ও মৌলভীবাজার সদর রক্ষা প্রকল্প ২০২০ সালের জুনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন হয়। প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৯৯৬ কোটি ২৮ লাখ টাকা। ২০২৩ সালের জুনে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। কিন্তু দুই বছরে সম্পন্ন হয়েছে মাত্র ২৩ শতাংশ। এর মধ্যে বেশির ভাগ কাজ ভেসে যাচ্ছে নদীর স্রোতে। বেলেরতল গ্রামের কয়েছ ও আবদুস শাহিদসহ অনেকে বলেন, পানি বাড়ার সময় ঠিকাদারের লোকজন জিও ব্যাগ খালি করেন। আমরা ভেবেছিলাম হয়তো এগুলো এখানে রাখবে। কিন্তু ঠিকাদারের লোকজন গোপনে নিয়ে যাওয়ার সময় আমরা গাড়িসহ জিও ব্যাগ আটক করি। সাবেক ইউপি সদস্য আব্বাস আলী বলেন, ঠিকাদারের লোকজন অনিয়ম করছে। সরকারের এই মেগা প্রকল্পের কাজে পাউবো সম্পূর্ণ উদাসীন। ঠিকাদারি প্রতিষ্ঠানের সুপারভাইজার আবিদ বলেন, স্থানীয়দের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল। জনপ্রতিনিধি ও কুলাউড়া উপজেলা প্রশাসনের উপস্থিতিতে বিষয়টি সমাধান হয়েছে। কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান বলেন, ৫ হাজার বস্তা জিও ব্যাগ এখানেই থাকবে। বালু কোথা থেকে আসবে পরবর্তীতে আলোচনা করে দেখা যাবে। নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আখতারুজ্জামান বলেন, ঠিকাদার দুটি সাইটে কাজ করছে। ওই সাইটে বালু না পাওয়ায় সেখানে জিও ব্যাগ নিতে চেয়েছিল। এলাকাবাসীর বাধা দেওয়ায় তাকে নিষেধ করা হয়েছে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
ঝুঁকিতে মনু প্রতিরক্ষা বাঁধ
মৌলভীবাজার প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর