ঝুঁকিতে মৌলভীবাজারের মনু নদীর প্রতিরক্ষা বাঁধ। এই নদীর ভাঙন রোধ এবং বন্যার স্থায়ী সমাধানে ‘মনু নদের ভাঙন থেকে কুলাউড়া, রাজনগর ও মৌলভীবাজার সদর রক্ষা’ প্রকল্পে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। নদের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের বেলেরতল সাইট থেকে ভরাট করা জিও ব্যাগ খালি করে গতকাল অন্যত্র নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা জিও ব্যাগভর্তি একটি ট্রাক আটক করেন এলাকাবাসী। এ ছাড়া গত ২০ জুন রাজনগর উপজেলার আদনাবাদ এলাকায় নদে পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙনকবলিত ও ঝুঁকিপূর্ণ স্থানে জিও ব্যাগ না ফেলে রাতের আঁধারে এক হাজারের বেশি ব্যাগ স্রোতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। ব্লক নির্মাণে নিম্নমানের পাথর ব্যবহারেরও অভিযোগ আছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, মনু নদের ভাঙন থেকে কুলাউড়া, রাজনগর ও মৌলভীবাজার সদর রক্ষা প্রকল্প ২০২০ সালের জুনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন হয়। প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৯৯৬ কোটি ২৮ লাখ টাকা। ২০২৩ সালের জুনে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। কিন্তু দুই বছরে সম্পন্ন হয়েছে মাত্র ২৩ শতাংশ। এর মধ্যে বেশির ভাগ কাজ ভেসে যাচ্ছে নদীর স্রোতে। বেলেরতল গ্রামের কয়েছ ও আবদুস শাহিদসহ অনেকে বলেন, পানি বাড়ার সময় ঠিকাদারের লোকজন জিও ব্যাগ খালি করেন। আমরা ভেবেছিলাম হয়তো এগুলো এখানে রাখবে। কিন্তু ঠিকাদারের লোকজন গোপনে নিয়ে যাওয়ার সময় আমরা গাড়িসহ জিও ব্যাগ আটক করি। সাবেক ইউপি সদস্য আব্বাস আলী বলেন, ঠিকাদারের লোকজন অনিয়ম করছে। সরকারের এই মেগা প্রকল্পের কাজে পাউবো সম্পূর্ণ উদাসীন। ঠিকাদারি প্রতিষ্ঠানের সুপারভাইজার আবিদ বলেন, স্থানীয়দের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল। জনপ্রতিনিধি ও কুলাউড়া উপজেলা প্রশাসনের উপস্থিতিতে বিষয়টি সমাধান হয়েছে। কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান বলেন, ৫ হাজার বস্তা জিও ব্যাগ এখানেই থাকবে। বালু কোথা থেকে আসবে পরবর্তীতে আলোচনা করে দেখা যাবে। নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আখতারুজ্জামান বলেন, ঠিকাদার দুটি সাইটে কাজ করছে। ওই সাইটে বালু না পাওয়ায় সেখানে জিও ব্যাগ নিতে চেয়েছিল। এলাকাবাসীর বাধা দেওয়ায় তাকে নিষেধ করা হয়েছে।
শিরোনাম
- মিস ইউনিভার্স মঞ্চে কঠিন বাস্তবতার কথা জানালেন বাংলাদেশের মিথিলা
- আন্তর্জাতিক সহনশীলতা দিবস আজ
- 'দাউদের মাদক পার্টিতে নোরা', পুলিশের নজরে অভিনেত্রী
- অ্যাশেজের প্রথম টেস্টে উডকে নিয়ে শঙ্কা নেই
- সিলেটে অ্যাম্বুলেন্স ও বাসে আগুন
- চীনা বিনিয়োগে বৈশ্বিক রপ্তানিকেন্দ্র হওয়ার বিশাল সম্ভাবনা বাংলাদেশের
- ফুয়াদের সুরে কনার গান
- অস্ট্রেলিয়ার এমপিদের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের
- ২৬ বাংলাদেশি নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, চারজনের মৃত্যু
- কাতারের ক্লাব আল সাদে মানচিনি
- কাভিশ ব্যান্ডের সঙ্গে এক মঞ্চে শিরোনামহীন-মেঘদল
- যান্ত্রিক ত্রুটির কারণে গাজীপুরে চলন্ত বাসে আগুন!
- চীনা নাগরিকদের জাপান ভ্রমণ না করার আহ্বান
- পশ্চিমতীরের ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল
- হাসিনার প্লট দুর্নীতির এক মামলার শুনানি আজ
- জলবায়ু সঙ্কট মোকাবিলায় পদক্ষেপের দাবিতে ব্রাজিলে বিশাল মিছিল
- হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরান
- আরও এক বিচারপতির পদত্যাগ, বিচারবিভাগীয় ‘সঙ্কটের’ পথে পাকিস্তান!
- প্রবাসীরা প্রথমবারের মতো যে পদ্ধতিতে ভোট দেবেন
- সোভিয়েত যুগের মতো রাশিয়া আবারও বিশ্বে প্রভাববলয় গড়ে তুলছে