ঝুঁকিতে মৌলভীবাজারের মনু নদীর প্রতিরক্ষা বাঁধ। এই নদীর ভাঙন রোধ এবং বন্যার স্থায়ী সমাধানে ‘মনু নদের ভাঙন থেকে কুলাউড়া, রাজনগর ও মৌলভীবাজার সদর রক্ষা’ প্রকল্পে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। নদের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের বেলেরতল সাইট থেকে ভরাট করা জিও ব্যাগ খালি করে গতকাল অন্যত্র নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা জিও ব্যাগভর্তি একটি ট্রাক আটক করেন এলাকাবাসী। এ ছাড়া গত ২০ জুন রাজনগর উপজেলার আদনাবাদ এলাকায় নদে পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙনকবলিত ও ঝুঁকিপূর্ণ স্থানে জিও ব্যাগ না ফেলে রাতের আঁধারে এক হাজারের বেশি ব্যাগ স্রোতে ভাসিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। ব্লক নির্মাণে নিম্নমানের পাথর ব্যবহারেরও অভিযোগ আছে। পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, মনু নদের ভাঙন থেকে কুলাউড়া, রাজনগর ও মৌলভীবাজার সদর রক্ষা প্রকল্প ২০২০ সালের জুনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন হয়। প্রকল্প ব্যয় ধরা হয়েছে ৯৯৬ কোটি ২৮ লাখ টাকা। ২০২৩ সালের জুনে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা। কিন্তু দুই বছরে সম্পন্ন হয়েছে মাত্র ২৩ শতাংশ। এর মধ্যে বেশির ভাগ কাজ ভেসে যাচ্ছে নদীর স্রোতে। বেলেরতল গ্রামের কয়েছ ও আবদুস শাহিদসহ অনেকে বলেন, পানি বাড়ার সময় ঠিকাদারের লোকজন জিও ব্যাগ খালি করেন। আমরা ভেবেছিলাম হয়তো এগুলো এখানে রাখবে। কিন্তু ঠিকাদারের লোকজন গোপনে নিয়ে যাওয়ার সময় আমরা গাড়িসহ জিও ব্যাগ আটক করি। সাবেক ইউপি সদস্য আব্বাস আলী বলেন, ঠিকাদারের লোকজন অনিয়ম করছে। সরকারের এই মেগা প্রকল্পের কাজে পাউবো সম্পূর্ণ উদাসীন। ঠিকাদারি প্রতিষ্ঠানের সুপারভাইজার আবিদ বলেন, স্থানীয়দের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল। জনপ্রতিনিধি ও কুলাউড়া উপজেলা প্রশাসনের উপস্থিতিতে বিষয়টি সমাধান হয়েছে। কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান বলেন, ৫ হাজার বস্তা জিও ব্যাগ এখানেই থাকবে। বালু কোথা থেকে আসবে পরবর্তীতে আলোচনা করে দেখা যাবে। নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আখতারুজ্জামান বলেন, ঠিকাদার দুটি সাইটে কাজ করছে। ওই সাইটে বালু না পাওয়ায় সেখানে জিও ব্যাগ নিতে চেয়েছিল। এলাকাবাসীর বাধা দেওয়ায় তাকে নিষেধ করা হয়েছে।
শিরোনাম
- পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ
- জুভেন্টাসের বিপক্ষে ৭৩ বছরের প্রতীক্ষিত জয় কোমোর
- বান্দরবানে বিজিবির অভিযানে শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
- ধারাবাহিক আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কোর কমিটি
- ভোটের মাধ্যমে যে আইন হয়, তার দায় ভোটারদেরও নিতে হবে: ফয়জুল করীম
- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষ, আগ্নেয়াস্ত্র প্রদর্শন
- কুমারখালীতে পদ্মায় নিখোঁজ শিশু আরিয়ান, উদ্ধারে ডুবুরি দল
- খাবারের সন্ধানে এসে প্রাণ হারাচ্ছে অতিথি পাখি
- স্টার্কের ১৭৬.৫ কিমি গতির ডেলিভারি: বিশ্বরেকর্ড না কি প্রযুক্তিগত ত্রুটি?
- পিচ নিয়ে মুশফিকের রহস্যময় পোস্ট
- সাড়ে ২৬ ঘণ্টা পর পুরোপুরি নিভল কার্গো ভিলেজের আগুন
- জমি নিয়ে বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
- বিশ্বখ্যাত ল্যুভর জাদুঘরে চুরি
- জাপানের সম্মানজনক এনইএফ বৃত্তি পেল গাকৃবির ২০ শিক্ষার্থী
- নাতীর বিরুদ্ধে নানীকে খুনের অভিযোগ
- বরুড়ায় মুন্সী জিন্নাত আলী ওয়েলফেয়ার ট্রাস্টের অভিষেক অনুষ্ঠিত
- আন্দোলনরত শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষা উপদেষ্টার
- নারীদের বিশেষায়িত ব্যাংক আরব আমিরাতের কাছে বিক্রি করল পাকিস্তান
- সাতকানিয়ায় নিখোঁজ বৃদ্ধের গলিত লাশ উদ্ধার
- সাবেক এমপি কবিরুল হকের জামিন নামঞ্জুর