শনিবার, ৩০ জুলাই, ২০২২ ০০:০০ টা

ভুয়া পরীক্ষার্থী আটক

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তা ব্যারাজ এলাকায় অবস্থিত ৬১ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হাতে অন্যের হয়ে নিয়োগ পরীক্ষা দিতে এসে ভুয়া পরীক্ষার্থী মিজানুর রহমান মিজান (১৯) আটক হয়। গত বৃহস্পতিবার বিজিবি লালমনিরহাটের তিস্তা ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহরীয়ার হাসান সত্যতা নিশ্চিত করেছেন।

 বলেন, অন্যের হয়ে নিয়োগ পরীক্ষা দেওয়া মিজানুর রহমান মিজানকে আটক করে হাতীবান্ধা থানায় সোপর্দ করা হয়েছে। আটক মিজানুর রহমান মিজান ঠাকুরগাঁও সদর উপজেলার সিন্দুর্না গ্রামের খলিফার রহমানের ছেলে। বিজিবি তিস্তা-২ ব্যাটালিয়ন সূত্রে জানান, বিজিবিতে সৈনিক পদে নিয়োগ চলছে। এর অংশ হিসেবে গাইবান্ধা জেলার প্রার্থীদের লিখিত পরীক্ষা গত বুধবার  লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দোয়ানিতে অবস্থিত বিজিবি ৬১ ব্যাটালিয়নের তিস্তা-২ এ অনুষ্ঠিত হয়। এতে ৯৯এউ০৮০৮৯৬ রোল নম্বরের সারোয়ার মন্ডল সজীবের পক্ষ হয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষা কেন্দ্রে আসেন মিজানুর রহমান মিজান। এ সময় বিষয়টি বুঝতে পেরে ভুয়া পরীক্ষার্থী হিসেবে মিজানুর রহমানকে আটক করে বিজিবি। পরে বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মিজানুর স্বীকার করেন ৫০ হাজার টাকা চুক্তিতে অন্যের হয়ে পরীক্ষায় অংশ নেন তিনি। তার সঙ্গে জড়িত দালাল চক্রটির তথ্যও বিজিবিকে প্রদান করে মিজানুর।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর