মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২ ০০:০০ টা

সার ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

গাইবান্ধা প্রতিনিধি

ইউরিয়া সার ও ডিজেল, কেরোসিন, পেট্রোল, অকটেনের মূল্য বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালন করা হয়েছে। গতকাল বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরের ১ নম্বর রেলগেটে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আসাদুজ্জামান মার্কেটের সামনে এসে  শেষ হয়। সংগঠনের সভাপতি কৃষক নেতা কমরেড গোলাম সাদেক লেবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা শাখার আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ, বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠনের সাধারণ সম্পাদক মাহাবুর রহমান খোকা প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, কৃষি বাংলাদেশের মেরুদন্ড। কৃষি ব্যবস্থাকে বাঁচাতে যেখানে সরকারের উচিত সর্বোচ্চ ভর্তুকি দেওয়া। সেখানে সরকার ইউরিয়ার মতো গুরুত্বপূর্ণ সার প্রতি কেজিতে ৬ টাকা বৃদ্ধি করেছে। এতে ফসলের উৎপাদন খরচ বৃদ্ধি পাবে।

সর্বশেষ খবর