পর্যটন কেন্দ্র কুয়াকাটার হোটেল-রেস্তোরাঁ মালিকরা হঠাৎ ধর্মঘট ডেকেছেন। গতকাল সকাল থেকে সব খাবার হোটেল বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি পালন শুরু করেন তারা। ব্যবসায়ীদের অভিযোগ, দফায় দফায় ভ্রাম্যমাণ আদালতের নামে তাদের কাছ থেকে জরিমানা আদায় করায় এ সিদ্ধান্ত নিয়েছেন। তারা জানিয়েছেন, জেলা প্রশাসন কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাবেন। এমন পরিস্থিতিতে দুর্ভোগ পোহাচ্ছেন আগত পর্যটকরা। স্থানীয় সূত্র জানায়, পদ্মা সেতু উদ্বোধনের পর কুয়াকাটায় পর্যটক সমাগম বেড়েছে। তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মাসব্যাপী ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে আসছে। এরই মধ্যে একাধিক খাবার হোটেল মালিকদের জরিমানা করা হয়েছে। তারা মানসম্মত খাবার পরিবেশনে ব্যর্থ হওয়ায় কয়েক দফা জরিমানা করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে খাবার হোটেল মালিক সংগঠন বুধবার সকাল থেকে হোটেল-রেস্তোরাঁ অনিদির্ষ্টকালের জন্য বন্ধ করে দেন। পর্যটকরা এই ভোগান্তির অবসান কামনা করছেন। এমন সিদ্ধান্ত ট্যুরিজম ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়বে বলে জানিয়েছেন ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম বাচ্চু। কুয়াকাটা খাবার হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক কলিম মাহমুদ জানান, করোনার সময় আর্থিক ক্ষতি কাটিয়ে আমরা যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি সেই মুহূর্তে বারবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আমাদের পথে বসানো হচ্ছে। প্রশাসন আমাদের বিষয়টি সহজ করে দেখলে আমরা হোটেল খুলে দেব। সংগঠনের সভাপতি সেলিম মিয়া বলেন, ভালো কোনো ফল না পাওয়া পর্যন্ত হোটেল বন্ধ থাকবে। জেলা প্রশাসক কামাল হোসেন বলেন, বিষয়টি দেখছি।
শিরোনাম
- দক্ষতা দিবসে ১১ তরুণ পেলেন জাতীয় পুরস্কার
- ৫ দিনের রিমান্ডে ফিল হিন্দাল শারক্বীয়ার প্রধান নেতা মাহফুজ
- সুন্দরগঞ্জে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে নিহত ১
- দুধে ঘুমের ওষুধ মিশিয়ে কিশোরী ধর্ষণ, যাবজ্জীবন সাজা
- চট্টগ্রামসহ পাঁচ জেলায় ২০ জুলাই পরিবহণ ধর্মঘট
- ফেসবুক ও মোবাইল ব্যাংকিং হ্যাক করে চলত প্রতারণা, গ্রেফতার ৪
- শিক্ষার্থী সেবায় বাউবির সমন্বিত পরিকল্পনা
- ভালুকায় মা ও দুই শিশুকে গলা কেটে হত্যা: গ্রেফতার দেবর নজরুল
- নির্বাচন ঠেকানোর জন্য ষড়যন্ত্র হচ্ছে : টুকু
- জুলাইয়ে নারীদের সাহসী উত্থান উদযাপনে ঢাকায় মশাল মিছিল
- বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা দেবে মালয়েশিয়া
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়
- মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ
- বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না : প্রিন্স
- পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
- ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ রাজ্যের মামলা