শনিবার, ২৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

দক্ষ জনশক্তি তৈরির ফলে সমৃদ্ধ দেশ : ক্যাপ্টেন তাজ

বাঞ্ছারামপুর প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম এমপি বলেন, বাংলাদেশে আজ শিক্ষার হার দ্রুতই বেড়ে চলেছে। শিক্ষিত জনগোষ্ঠীকে কারিগরি শিক্ষা, যুব উন্নয়ন প্রশিক্ষণ, তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে দক্ষ জনশক্তি গড়ার লক্ষ্যে। তিনি আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরির ফলে বাংলাদেশ আজ অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করছে। বাঞ্ছারামপুরে তাঁত বোর্ডের ফ্যাসিলিটিজ সেন্টারটিতে প্রশিক্ষণ শুরু হলে বাঞ্ছারামপুর, মুরাদনগর, হোমনা, আড়াইহাজার উপজেলাসহ বিভিন্ন উপজেলার শিক্ষিত বেকার জনগোষ্ঠী দক্ষ জনশক্তিতে রূপান্তর হওয়ার সুযোগ পাবে। বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য কিছু স্বার্থান্বেষী লোকের কাছে ভালো লাগছে না। তারা নিয়মিত বর্তমান সরকারের বিপক্ষে মিথ্যা অপবাদ চালিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন এবং অগ্রগতির ধারাবাহিকতা রক্ষার জন্য আপনাদের সজাগ থাকতে হবে। তিনি গতকাল ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বাংলাদেশ তাঁত বোর্ডের সার্ভিসেস অ্যান্ড ফ্যাসিলিটিজ সেন্টারে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সর্বশেষ খবর