শনিবার, ২৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

বঙ্গবন্ধুকে নিয়ে ১২ ভাষায় কবিতাপাঠ

নেত্রকোনা প্রতিনিধি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বাংলাদেশের বিভিন্ন জাতি-গোষ্ঠীর ১২টি ভাষায় কবিতা পাঠ করেছেন কবি ও আবৃত্তিকাররা। দুর্গাপুরের বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি এর আয়োজন করে। গতকাল বিকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে ‘ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষার কবিতায় বঙ্গবন্ধু’ শীর্ষক কবিতাপাঠ, আবৃত্তি ও আলোচনা সভার উদ্বোধন করেন কবি নির্মলেন্দু গুণ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর। উদ্বোধনের পর কবি নির্মলেন্দু গুণ বঙ্গবন্ধুকে নিয়ে নিজের লেখা দুটি কবিতা পাঠ করেন।

নিজেদের ভাষায় বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা পাঠ করেন চাকমা ভাষার কবি মৃত্তিকা চাকমা, মণিপুরী ভাষার কবি এ কে শেরাম, ত্রিপুরা ভাষার কবি বরেন্দ্র লাল ত্রিপুরা, গারো ভাষার কবি মতেন্দ্র মানখিন, কবি থিওফেল নকরেক, সাঁওতাল ভাষার কবি সুবোধ এম বাস্কে, মারমা ভাষার কবি রিপ্রুচাই মারমা, কোচ ভাষার কবি যুগলকিশোর কোচ, কুডুখ ভাষায় কবি স্বপন এক্কা, হাজং ভাষার কবি সোহেল হাজং, কবি রিপন বানাই ও সাদ্রী ভাষায় কবি সনজিৎ কুমার সিংহ।

সর্বশেষ খবর