শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

নদীতে পড়ে নিখোঁজ রাজস্ব কর্মকতা

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের বেকুটিয়া ফেরিঘাট থেকে কচা নদীতে পড়ে সাতক্ষীরা কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ বিন কাফি নিখোঁজ হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে পিরোজপুর-বরিশাল সড়কের বেকুটিয়া ফেরি ঘাটের কুমিরমারা প্রান্তের ফেরির পন্টুন থেকে পা পিছলে নদীতে পড়ে এ ঘটনা ঘটে।

নিখোঁজ সহকারী রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ বিন কাফি (৪০) ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার দেওলা ইউনিয়নের চরটিকিয়া গ্রামের মৃত কেফায়েত উল্লাহর পুত্র। নিখোঁজ আবদুল্লাহ বিন কাফির গাড়ির চালক ইব্রাহীম স্বপন জানান, সাতক্ষীরা থেকে বিকালে বরিশালের উদ্দেশে রওনা হন তিনি ও আবদুল্লাহ বিন কাফি। রাত সাড়ে ৮টার দিকে বেকুটিয়া ফেরি ঘাটে এসে পৌঁছালে গাড়ি ফেরিতে ওঠার সময় গাড়ি থেকে নেমে আবদুল্লাহ বিন কাফি মোবাইল ফোনে কথা বলার সময় পন্টুন থেকে পা পিছলে নদীতে পড়ে যান। পরে স্থানীয়রা পিরোজপুরের ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়েই ফেরিঘাটে এসে নিখোঁজ ব্যক্তিকে সন্ধ্যানের চেষ্টা চালান তারা। তবে পিরোজপুরের ডুবরি না থাকায় বরিশাল থেকে ডুবরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে এসে নদীতে সন্ধ্যান চালাবে। এ রিপোর্ট লেখার সময় শুক্রবার দুপুর পর্যন্ত ডুবুরি দল নিখোঁজ কাফির সন্ধানে কাজ করছিল।

সর্বশেষ খবর