রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

নিয়োগ বন্ধের আবেদন চাকরিপ্রার্থীদের

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডোমারে একটি উচ্চ বিদ্যালয়ের পাঁচটি পদে ৫০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার  উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ তুলে নিয়োগ বন্ধের আবেদন করেন চাকরির পাঁচ আবেদন প্রার্থীরা। তারা হলেন, ফজলে রাব্বী, সাহিনা আক্তার বানু, শাহ আলম চৌধুরী, যুবায়ের ইসলাম ও সাহেব আলী। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সোনারায় উচ্চ বিদ্যালয়ে অফিস সহকারী, কম্পিউটার ল্যাব অপারেটর, অফিস সহায়ক, আয়া ও পরিচ্ছন্নতা কর্মীসহ পাঁচজন কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটি গোপনে টাকা নিয়ে পছন্দের প্রার্থী নিয়োগ দেওয়ার ষড়যন্ত্র করছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম জানান, নিয়োগপরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কিছুক্ষণ আগে অভিযোগ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গোলাম ফিরোজ বলেন, নিয়ম মোতাবেক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

সর্বশেষ খবর