বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ ধরার সময় ৮ জেলে আটক

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের হারবাড়িয়া এলাকার বেরির খালে বিষ দিয়ে মাছ আহরণকালে ৮ জেলেকে আটক করেছে বন বিভাগ। গতকাল দুপুরে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শহিদুল ইসলাম হাওলাদারের নেতৃত্বে এসব জেলেকে আটককালে বিষ দিয়ে আহরণ করা ৫ কেজি চিংড়ি, ৩ বোতল কীটনাশক, ৪টি জাল ও ৩টি নৌকা জব্দ করা হয়েছে। আটক জেলেরা হলেন- আবু বকর, কেরামত আলী, মাহফুজ, টুটুল, জাকির শেখ, আবু বকর সিদ্দিক, সোহেল হাওলাদা ও  মো. আদম। চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শহিদুল ইসলাম হাওলাদার জানান, নিম্নচাপের কারণে বৈরী আবহাওয়ার মধ্যেও মঙ্গলবার সকালে সুন্দরবনের প্রাণ-প্রকৃতি রক্ষায় স্মার্ট পেট্রোলিং টিমসহ হারবাড়িয়ার বনরক্ষীদের নিয়ে টহলে বের হই। টহলদানকালে দুপুরে চাঁদপাই রেঞ্জের হারবাড়িয়া এলাকায় ৩টি নৌকাসহ জেলেদের দেখতে পাওয়া যায়।

তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ৮ জেলেকে আটক করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে বিষ দিয়ে আহরণ করা ৫ কেজি চিংড়ি, ৩ বোতল কীটনাশক, ৪টি জাল ও ৩টি নৌকা জব্দ করা হয়। আটক জেলেদের মধ্যে সাতজনের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলায় ও একজনের বাড়ি বাগেরহাট সদর উপজেলায়। আটককৃতদের নামে বন আইনে মামলা দিয়ে বিকালে বাগেরহাট আদালতে পাঠানো হবে বলেও জানান এই বন কর্মকর্তা।

সর্বশেষ খবর