শিরোনাম
সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্সরে

হিলি প্রতিনিধি

দিনাজপুরের হিলিতে গরিব অসহায় দুস্থ মানুষকে নির্ভুলভাবে চিকিৎসাসেবা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অত্যাধুনিক ডিজিটাল এক্সরে মেশিনের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও লাইন ডিরেক্টর ডা. খুরশীদ আলম এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। পরে তিনি হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় সেখানে স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (ডেন্টাল) ডা. লাইলি আকতার, প্রোগ্রাম ম্যানেজার ডা. আবদুল ওয়াদুদ, সিভিল সার্জন ডা. এএইচএম বোরহান উল ইসলাম সিদ্দিকী, ডিপিএম ডা. তানভীর আহমেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শ্যামল কুমার দাসসহ অনেকে উপস্থিত ছিলেন। হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শ্যামল কুমার দাস বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি এক্সরে মেশিন ছিল অনেক পুরনো। মাঝে মধ্যেই সেই এক্সরে মেশিন টিতে ত্রুটি দেখা দিত যার কারণে সবসময় কাজ হতো না। এতে করে রোগীদের সঠিক সেবা দেওয়া যেত না এর পাশাপাশি তাদের বাহির থেকে বাড়তি টাকা দিয়ে এক্সরে করে আনতে হতো। বর্তমানে হাসপাতালে অত্যাধুনিক ডিজিটাল এক্সরে মেশিন স্থাপনের ফলে রোগীদের সেই দুর্ভোগ যেমন আর থাকল না। এর ফলে তারা স্বল্পমূল্যে ১৫০/২০০ টাকা মূল্যে এক্সরে করতে পারবেন। তেমনি এখন থেকে তাদের নির্ভুল ও সঠিক স্বাস্থ্যসেবা দেওয়া যাবে।

সর্বশেষ খবর