রাজবাড়ীর পদ্মা নদীতে আবার ভাঙন শুরু হয়েছে। সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের শহররক্ষা বাঁধের ব্লক ধসে গেছে। এ ছাড়া পদ্মার প্রায় আড়াই কিলোমিটার অরক্ষিত এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙন রোধে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চর বেনীনগর, মহদেহপুর গ্রামে গতকাল গিয়ে দেখা যায়, পদ্মায় ভাঙন অব্যাহত রয়েছে। বেনীনগর গ্রামে তীররক্ষা প্রকল্পের ব্লক ধসে পড়েছে। রাস্তার কিছু অংশ চলে গেছে নদীতে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ভাঙন থেকে পদ্মার তীর সংরক্ষণের জন্য ৩৭৬ কোটি টাকা ব্যয়ে প্রকল্প গ্রহণ করা হয়। মোট ছয়টি প্যাকেজে এ কাজ শেষ হয়েছে। বড় প্যাকেজের আওতায় সাড়ে চার কিলোমিটার এলাকায় পদ্মার তীর সংরক্ষণ ও খনন করা হয়। কাজের ব্যয় ৩০৪ কোটি টাকা। চলতি বছরের জুনে কাজ বুঝে নেয় পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়রা বলেন, পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কারণেই ভাঙন শুরু হয়েছে। বালু উত্তোলন বন্ধ করা গেলে পদ্মার ভাঙন রোধ করা যেত। মহাদেবপুর গ্রামের শামিম বলেন, পদ্মার ভাঙনে আমরা দিশাহারা। আমাদের ঘরবাড়ি অনেক আগেই বিলীন হয়ে গেছে। এখন অন্যের জমিতে ছাপড়া ঘরে বসবাস করছি। প্রতিদিন পদ্মা ভাঙছে। সরকারের উচিত পদ্মা নদীর রাজবাড়ী অংশ ব্লক দিয়ে বেঁধে দেওয়া। পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আরিফুল হক অঙ্কুর বলেন, পদ্মা নদীতে ভাঙন শুরু হয়েছে। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে।
শিরোনাম
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি
- আরাকান আর্মির অতর্কিত হামলায় ৩০ মিয়ানমার সেনা নিহত
- বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে দেখা যাবে
- ১৫ মাসে অন্তর্বর্তী সরকার যা করেছে, অতীতে কেউ করতে পারেনি : প্রেস সচিব
- শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘খুবই উদ্বেগজনক’ ঘটনা: শশী থারুর
- পারমাণবিক শক্তি অর্জনের পথে সৌদি আরব?
- সরকারের সমালোচনা: ভেনেজুয়েলায় নারী চিকিৎসকের ৩০ বছরের কারাদণ্ড
- রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে হতাহত ১৮
- শেখ হাসিনার বিরুদ্ধে আরও যেসব মামলা আছে ট্রাইব্যুনালে
- শেখ হাসিনার রায় নিয়ে যা বলল জাতিসংঘ
- গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘের অনুমোদন, হামাসের প্রত্যাখ্যান
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন