রাজবাড়ীর পদ্মা নদীতে আবার ভাঙন শুরু হয়েছে। সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের শহররক্ষা বাঁধের ব্লক ধসে গেছে। এ ছাড়া পদ্মার প্রায় আড়াই কিলোমিটার অরক্ষিত এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙন রোধে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চর বেনীনগর, মহদেহপুর গ্রামে গতকাল গিয়ে দেখা যায়, পদ্মায় ভাঙন অব্যাহত রয়েছে। বেনীনগর গ্রামে তীররক্ষা প্রকল্পের ব্লক ধসে পড়েছে। রাস্তার কিছু অংশ চলে গেছে নদীতে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ভাঙন থেকে পদ্মার তীর সংরক্ষণের জন্য ৩৭৬ কোটি টাকা ব্যয়ে প্রকল্প গ্রহণ করা হয়। মোট ছয়টি প্যাকেজে এ কাজ শেষ হয়েছে। বড় প্যাকেজের আওতায় সাড়ে চার কিলোমিটার এলাকায় পদ্মার তীর সংরক্ষণ ও খনন করা হয়। কাজের ব্যয় ৩০৪ কোটি টাকা। চলতি বছরের জুনে কাজ বুঝে নেয় পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়রা বলেন, পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কারণেই ভাঙন শুরু হয়েছে। বালু উত্তোলন বন্ধ করা গেলে পদ্মার ভাঙন রোধ করা যেত। মহাদেবপুর গ্রামের শামিম বলেন, পদ্মার ভাঙনে আমরা দিশাহারা। আমাদের ঘরবাড়ি অনেক আগেই বিলীন হয়ে গেছে। এখন অন্যের জমিতে ছাপড়া ঘরে বসবাস করছি। প্রতিদিন পদ্মা ভাঙছে। সরকারের উচিত পদ্মা নদীর রাজবাড়ী অংশ ব্লক দিয়ে বেঁধে দেওয়া। পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আরিফুল হক অঙ্কুর বলেন, পদ্মা নদীতে ভাঙন শুরু হয়েছে। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে।
শিরোনাম
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- টেলিগ্রাফ কিনতে ৫০ কোটি পাউন্ডের চুক্তি স্বাক্ষর করলো ডেইলি মেইল
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
রাজবাড়ীতে পদ্মায় আবারও ভাঙন, ব্লকে ধস
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর