শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

রাজবাড়ীতে পদ্মায় আবারও ভাঙন, ব্লকে ধস

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে পদ্মায় আবারও ভাঙন, ব্লকে ধস

রাজবাড়ীর পদ্মা নদীতে আবার ভাঙন শুরু হয়েছে। সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের শহররক্ষা বাঁধের ব্লক ধসে গেছে। এ ছাড়া পদ্মার প্রায় আড়াই কিলোমিটার অরক্ষিত এলাকায় ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙন রোধে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চর বেনীনগর, মহদেহপুর গ্রামে গতকাল গিয়ে দেখা যায়, পদ্মায় ভাঙন অব্যাহত রয়েছে। বেনীনগর গ্রামে তীররক্ষা প্রকল্পের ব্লক ধসে পড়েছে। রাস্তার কিছু অংশ চলে গেছে নদীতে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ভাঙন থেকে পদ্মার তীর সংরক্ষণের জন্য ৩৭৬ কোটি টাকা ব্যয়ে প্রকল্প গ্রহণ করা হয়। মোট ছয়টি প্যাকেজে এ কাজ শেষ হয়েছে। বড় প্যাকেজের আওতায় সাড়ে চার কিলোমিটার এলাকায় পদ্মার তীর সংরক্ষণ ও খনন করা হয়। কাজের ব্যয় ৩০৪ কোটি টাকা। চলতি বছরের জুনে কাজ বুঝে নেয় পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়রা বলেন, পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কারণেই ভাঙন শুরু হয়েছে। বালু উত্তোলন বন্ধ করা গেলে পদ্মার ভাঙন রোধ করা যেত। মহাদেবপুর গ্রামের শামিম বলেন, পদ্মার ভাঙনে আমরা দিশাহারা। আমাদের ঘরবাড়ি অনেক আগেই বিলীন হয়ে গেছে। এখন অন্যের জমিতে ছাপড়া ঘরে বসবাস করছি। প্রতিদিন পদ্মা ভাঙছে। সরকারের উচিত পদ্মা নদীর রাজবাড়ী অংশ ব্লক দিয়ে বেঁধে দেওয়া। পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আরিফুল হক অঙ্কুর বলেন, পদ্মা নদীতে ভাঙন শুরু হয়েছে। জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে।

সর্বশেষ খবর