দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেলের সামনে বেপরোয়া গতির ট্রাকের চাপায় শ্যালক-দুলাভাই নিহত এবং একজন আহত হয়েছেন। এছাড়া দেশের আরও সাত জেলায় সড়ক দুর্ঘটনায় তিন শিশুসহ নিহত হয়েছেন আরও সাতজন। শুক্রবার রাত থেকে গতকাল বিকাল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
দিনাজপুর : গতকাল ভোরে দিনাজপুর-ঢাকা মহাসড়কের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুরের সামনে ট্রাক চাপায় নিহতরা হলেন- গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার মোহাম্মদ আলী (৬৫) ও তার শ্যালক আজগর হোসেন (৩৫)। হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত মকবুল হোসেন (৪০)।
চট্টগ্রাম : চট্টগ্রামে বাসের ধাক্কায় বিবি খদিজা নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওই নারীর মৃত্যু হয়। নিহত বিবি খদিজা মিরসরাই উপজেলার উত্তর তালবাড়িয়া এলাকার জহরুল হকের স্ত্রী।বগুড়া : সারিয়াকান্দির আমতলী সেতু এলাকায় দুপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় আতিক হাসান (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ গ্রামবাসী। নিহত আতিক উপজেলার হাটফুলবাড়ী ইউপির ইসলামিক কিন্ডারগার্টেন স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র। সে হাটফুলবাড়ী আমতলী গ্রামের আনারুল ইসলামের ছেলে।
মাগুরা: মাগুরা সদর উপজেলা বাহারবাগ এলাকায় সকালে নসিমন চাপায় হানজালা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুটি বাহারবাগ গ্রামের জিল্লুর রহমানের ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ: সদর উপজেলার দেবীনগরে ইউনিয়নের দাঁতালটোলা এলাকায় সকালে অটোরিকশার ধাক্কায় নিহত হয়েছেন তেজামুল ইসলাম (৬২) নামে এক পথচারী। নিহত তেজামুল সদর উপজেলার দেবীনগর গ্রামের বাসিন্দা।
টাঙ্গাইল: দুপুর ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার এলেঙ্গায় ট্রাক অটোরিকশা সংঘর্ষে নিহত হয়েছেন আমেনা বেগম (৪৫) নামে এক নারী। এ সময় দুর্ঘটনা কবলিত ট্রাকের পেছনে একে একে উত্তরবঙ্গগামী কয়েকটি বাসের ধাক্কা লাগে। এতে অন্তত ৪০ জন আহত হন। কলাপাড়া (পটুয়াখালী): কলাপাড়ায় ট্রলি ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জিহাদ (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে আরও ৬ জন। দুপুরে কুয়াকাটা বিকল্প সড়কে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। কেরানীগঞ্জ (ঢাকা) : কলাতিয়ায় শুক্রবার রাতে ট্রাকচাপায় সাইদুল ইসলাম শুভ (২৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত শুভ উপজেলার ঘাটারচর (শান্তিপুর) এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে।