ইউপি নির্বাচনে ভোট না দেওয়ায় অনলাইনে রেশন কার্ড তালিকাভুক্ত না করার অভিযোগ উঠেছে লালমনিরহাটের হাতীবান্ধার ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম মন্ডলের বিরুদ্ধে। এ ঘটনায় ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ১২ জন ভুক্তভোগী। তারা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা গরিব মানুষ। ভোট কাকে দিয়েছি তা আল্লাহই ভালো জানেন। চেয়ারম্যান কীভাবে বুঝলেন তাকে ভোট দিইনি। এই অপরাধে আমাদের পেটে লাথি মারলেন, বাতিল করলেন আমাদের রেশন কার্ড। জানা যায়, ২০১৬ সালে হতদরিদ্রদের রেশন কার্ড তৈরি করে সরকার। এ কার্ড এবার অনলাইনে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। কয়েকজন উপকারভোগী অনলাইনে তালিকাভুক্ত হওয়ার জন্য ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদে গেলে উদ্যোক্তা উজ্জ্বল চন্দ্র তাদের জানান, আপনাদের কার্ড বাতিল করেছেন চেয়ারম্যান। তার সই ছাড়া কাজ হবে না। তারা চেয়ারম্যানের কাছে গেলে তিনি বলেন, তোমরা যাকে ভোট দিছ, তার কাছে যাও। ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মন্ডল বলেন, ‘আমি নিয়মের বাইরে কোনো কাজ করিনি। যারা সচ্ছল তাদের কার্ড বাতিল করা হয়েছে। তারাই আমাকে হেয় করতে অভিযোগ করেছেন।’ ইউএনও নাজির হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে ব্যবস্থা নিতে বলা হয়েছে।’
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘চেয়ারম্যানকে অনলাইনে তালিকাভুক্ত না করার কারণ জানাতে বলা হয়েছে। সঠিক কারণ দেখাতে না পারলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’