বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

অর্ধশতাধিক অটোরিকশা জব্দ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরকে যানজট মুক্ত রাখতে প্রতিনিয়ত দায়িত্ব পালন করছে নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক বিভাগ। শহরের সড়কগুলোতে সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই লক্ষ্যেই শহরকে যানজটমুক্ত রাখতে হার্ডলাইনে নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের কর্মকর্তারা। কারণ শহরের যানজটের মূল্যেই হলো নিষিদ্ধ ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা। এবার শহরকে যানজট মুক্ত থাকতে শহরের গুরুত্বপূর্ণ সড়কের সাতটি পয়েন্টে হার্ডলাইনে ট্রাফিক পুলিশ। নিষিদ্ধ ব্যাটারিচালিত অটোরিকশা শহরে ঢুকলেই জব্দ করা হচ্ছে। প্রতিটি পয়েন্টেই কঠোর অবস্থান নিয়েছে ট্রাফিক পুলিশ ও কমিনিউটি পুলিশের সদস্যরা। গতকাল সকাল থেকেই শহরের চাষাঢ়া চত্বরের আশপাশের সড়কগুলোতে, মেট্রো হলের  মোড়, কালীরবাজার, ২নং  রেল গেইট, জিমখানা, নিতাইগঞ্জ মোড়ে হার্ডলাইনে ছিলেন ট্রাফিক পুলিশ। পাশাপাশি যানজট নিরসনে নিয়োজিত কমিনিউটি পুলিশের সদস্যরা সহযোগিতায় ছিলেন। এ সময়ে  কোনো ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইক শহরে প্রবেশ করতে চাইলে ফিরিয়ে দেন দায়িতপ্রাপ্ত পুলিশ ও কমিনিউটি পুলিশের সদস্যরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর