বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

হত্যা মামলায় তিনজনের ফাঁসি, যাবজ্জীবন ৬

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। চাঞ্চল্যকর আবদুর রাজ্জাক হত্যা মামলায় গতকাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক লায়লাতুল ফেরদৌস এ আদেশ দেন। মামলা চলকালেই প্রধান অভিযুক্তসহ পাঁচ আসামি র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- মাজারুল ইসলাম মজনু (৫০), মাছিম শেখ (৪৮), জসিম শেখ (৪৫)। যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- হোসেন হাওলাদার (৬০), মনজুর আলী (৫৬), সাইদুর হোসেন হাওলাদার (৫২), সূর্য মাতুব্বর (৫৫), ফয়েজ শেখ (৫৮) ও সুজাল মাতুব্বর (৬০)।

জানা যায়, রাজ্জাক হাওলাদারের ভাই মজিবুর রহমানের সঙ্গে ইউপি নির্বাচন কেন্দ্র করে শিরখাড়া ইউনিয়নের সর্বহারা পার্টির নেতা লুৎফর রহমান খালাসির সঙ্গে দ্বন্দ্ব ছিল। এর জেরে ২০০৩ সালের ১৯ অক্টোবর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের পুরাতন রাজার হাটে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় রাজ্জাককে।

 

সর্বশেষ খবর