বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

জুয়েলারি শিল্পের ভ্যাট সমস্যা সমাধানে অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চায় বাজুস

দিনাজপুর প্রতিনিধি

বাজুসের সাবেক সভাপতি ও স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিং চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায় বলেছেন, জুয়েলারি শিল্পের ভ্যাট সমস্যা সমাধানে অর্থমন্ত্রীর হস্তক্ষেপ চায় বাজুস। গতকাল দিনাজপুর চেম্বার অব কমার্স মিলনায়তনে বাজুসের দিনাজপুর জেলা শাখার আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শুরুতে ডা. দিলীপ কুমার রায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সভাপতি সায়েম সোবহান আনভীরকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘সায়েম সোবহান আনভীর শত ব্যস্ততার মাধ্যে আমাদের অনুরোধে এ সংগঠনের হাল ধরেছেন। তার নেতৃত্বে আগামী দিনে জুয়েলারি শিল্প হারানো ঐতিহ্য ফিরিয়ে আনবে।’ বিশেষ অতিথি ছিলেন বাজুস উপদেষ্টা বাংলাদেশ প্রতিদিনের বিজনেজ এডিটর রুহুল আমিন রাসেল। বাজুস দিনাজপুর শাখার সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ল অ্যান্ড মেম্বারশিপের কার্যনির্বাহী সদস্য ও সদস্যসচিব রিপনুল হাসান।

সর্বশেষ খবর