শনিবার, ৫ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

সীমান্তে চোরাকারবারিদের হামলায় বিজিবির কমান্ডারসহ আহত ২

নওগাঁ প্রতিনিধি

সীমান্তে চোরাকারবারিদের হামলায় বিজিবির কমান্ডারসহ আহত ২

নওগাঁর ধামইরহাটের বস্তাবর শাখাহাটি সীমান্তে বৃহস্পতিবার দিবাগত রাতে টহলরত অবস্থায় চোরাকারবারিদের ছুরিকাঘাতে ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মজিবর হোসেন গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর করেছে বিজিবি। অন্য আহত বিজিবির সোর্স তারেক হোসেনকে পত্নীতলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে আহত বিজিবি সদস্যের সরকারি পোশাক উদ্ধার করা হয়। ঘটনাস্থলে  বিজিবি মোতায়েন করা হয়েছে। জানা যায়, গোপন সংবাদে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ ১৪ বিজিবি অধীনস্থ ধামইরহাট উপজেলার বস্তাবর ক্যাম্পের নায়েক সুবেদার মজিবর হোসেনসহ বিজিবি সদস্যরা চোরাকারবারিদের ধরতে শাখাহাটি এলাকার শিমুলতলী ব্রিজের পাশে কলাবাগানে যায়। সেখানে চোরাকারবারিরা অতর্কিতভাবে নায়েক সুবেদার মজিবর হোসেন ও সোর্স তারেককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। চোরাকারবারিরা মজিবর হোসেনকে মাথায় এবং পিঠে আঘাত করে। এ বিষয়ে ধামইরহাট থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর