রবিবার, ১৩ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

চাঁদপুরে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ

নেয়ামত হোসেন, চাঁদপুর

চাঁদপুরে কয়েকদিন ধরে হটাৎ ঠাণ্ডা ও গরমে শ্বাসকষ্ট ও নিউমোনিয়া রোগে শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। ফলে ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ডে রোগীর চাপে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। শিশু ওয়ার্ডে ৪১ বেডের বিপরীতে চিকিৎসা নিচ্ছে ১২০ জন শিশু রোগী। এমন পরিস্থিতিতে চিকিৎসকরা শিশু রোগীদের হাসপাতালের ফ্লোর ও বারান্দায় বেড দিয়ে সেবা প্রদান করে যাচ্ছেন। গতকাল হাসপাতালে গিয়ে দেখা যায়, হটাত ঠাণ্ডা ও গরমের কারণে আক্রান্ত হয়ে শিশু রোগীদের সংখ্যা বাড়ছে। বর্তমানে ১২০ জন শিশু রোগী চিকিৎসাধীন রয়েছে বলে কর্তব্যরত নার্সরা জানান। এদের মধ্যে জ্বর, ঠাণ্ডা, শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যাই বেশি। গত কয়েকদিন গড়ে ৪০-৪৫ জন শিশু রোগী ভর্তি হচ্ছে। শিশু রোগীর চাপ বেশি হওয়ায় হাসাপতালে ফ্লোর ও বারান্দায় বেড দিয়ে শিশু রোগীদের সেবা দিতে হচ্ছে। শিশু বিভাগের কনসালটেন্ট ডা. আবদুল আজিজ মিঞা বলেন, হঠাৎ ঠাণ্ডা ও গরমে শিশুরা ঘামানোর কারণে জ্বর, সর্দি, নিউমোনিয়া এবং ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। শিশুদের ঠাণ্ডা ও জ্বর দেখা দিলে একটু গরম পানি দিয়ে শরীর মুছে দিতে হবে। কুসুম গরম পানি খাওয়াতে হবে।

 

সর্বশেষ খবর