রবিবার, ১৩ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

দুই বছর ধরে বন্ধ অপারেশন থিয়েটার

নীলফামারী প্রতিনিধি

চিকিৎসক সংকটের কারণে দুই বছরের বেশি সময় ধরে নীলফামারী মা ও শিশু কল্যাণ কেন্দ্রে অপারেশন থিয়েটার বন্ধ রয়েছে। এতে গর্ভবতী নারীরা সিজারিয়ান অস্ত্রোপাচার সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি নষ্ট হচ্ছে অপারেশন থিয়েটারের মূল্যবান যন্ত্রপাতি। অ্যানেসথেসিয়া চিকিৎসক না থাকায় সিজারের রোগীদের বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে যেতে হচ্ছে। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ রোগীরা। নীলফামারী মা ও শিশু কল্যাণ কেন্দ্রে মঞ্জুরিকৃত জনবল কাঠামো ১০ জন। নিয়ম অনুযায়ী পরিবার পরিকল্পনা বিভাগের সদস্য উপজেলায় কর্মরত চিকিৎসা কর্মকর্তাকে অ্যানেসথেসিয়ার বিশেষ প্রশিক্ষণ দিয়ে সিজারের কার্যক্রম পরিচালনা করা হয়। দুই বছরের বেশি সময় ধরে সদর উপজেলায় চিকিৎসা কর্মকর্তার পদটি খালি থাকায় সিজার বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে কর্মরত চিকিৎসা কর্মকর্তা (ক্লিনিক) রোখসানা বেগম বলেন, এখানে অবশ করানোর (অ্যানেসথেসিয়া) চিকিৎসকের অভাবে সিজারের কার্যক্রম বন্ধ আছে। জেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের উপপরিচালক মোজাম্মেল হক বলেন, স্বাস্থ্য বিভাগের ষষ্ঠ গ্রেডে চিকিৎসক নেওয়ায় পরিবার পরিকল্পনায় ৯০ শতাংশ চিকিৎসক (অ্যানেসথেসিয়া) সেখানে চলে যান।

 

সর্বশেষ খবর