রবিবার, ১৩ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

দাম কম, বিপাকে পান চাষি

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

হিলিতে ক্রেতা সংকটে কমেছে পানের দাম। কয়েকদিন আগে হাটে যে পান প্রতি পোয়া (৪০ বিরা) ৬০০ টাকায় বিক্রি হয়েছে বর্তমানে তা কমে হয়েছে ৪০০ টাকা। এ ছাড়া বড় আকারের পান প্রতি পোয়া (৪০ বিরা) ৫ হাজার থেকে ৬ হাজার টাকা বিক্রি হলেও বর্তমানে ৪ হাজার থেকে ৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। পানের দাম পড়ে যাওয়ায় উৎপাদন খরচ না ওঠার আশঙ্কা করছেন চাষিরা। গত বৃহস্পতিবার হিলি হাটে পান কিনতে আসা আবদুুল আজিজ বলেন, আমার মতো অনেকেই পান কিনতে আসেন হিলি হাটে কিন্তু আজ পাইকার উপস্থিতি কম। গত হাটে যে পান আমরা ৬০০ টাকা কিনেছিলাম আজ তার দাম ৪০০ টাকা। পান বিক্রি করতে আসা চাষি রুহুল আমিন বলেন, পানের বাজার খুবই খারাপ। ছোট আকারের পান গত হাটে বিক্রি করেছি প্রতি পোয়া (৪০ বিরা) ৬০০ টাকা। আজ সেই পান বিক্রি করতে হচ্ছে ৪০০ টাকায়। সব জিনিসের দাম বাড়তি। যে কারণে পান চাষে আমাদের খরচ বাড়ছে। পানের দাম না থাকায় লোকসান গুনতে হবে। অপর পানচাষি তোজাম্মেল হোসেন বলেন, অন্যদিন পান নিয়ে আসার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায়। আজ পান নিয়ে বসে আছি, কোনো ক্রেতা নেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর