রবিবার, ১৩ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

সন্ত্রাসীদের গুলিতে জেলা স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম তানু ভুঁইয়া (৩৭) প্রতিপক্ষ দলের সন্ত্রাসীদের গুলিতে নিহতের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ হত্যার ঘটনায় নিহতের পরিবার ও বিএনপি নেতারা আওয়ামী লীগকে দায়ী করেছেন। গতকাল দুপুরে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে লাশের ময়নাতদন্তের পর বিকালে শহরের পুরাতন বাজার ও বাসাবাটি এলাকায় দুই দফা জানাজা শেষে বিকালে তানু ভুঁইয়াকে সরুই সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে। এ হত্যার প্রতিবাদে সন্ধ্যায় চার দিনের কর্মসূচি করে জেলা বিএনপি। গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি। এদিকে জেলা বিএনপির সদস্যসচিব মোজাফ্ফর রহমান আলম সন্ধ্যায় জানান, আওয়ামী লীগ সন্ত্রাসীদের হাতে তানু নিহতের প্রতিবাদে জেলা বিএনপি চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

জেলায় যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় পুলিশকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

এর মধ্যে রয়েছে- আজ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের কালো ব্যাজ ধারণ, প্রতিবাদ মিছিল, সোমবার জেলা সদরে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল, মঙ্গলবার জেলার সব উপজেলায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ, বুধবার জেলা বিএনপি অফিসে তানু ভুঁইয়ার আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল। গত শুক্রবার রাত পোনে ১০টার দিকে বাগেরহাট শহরের বাসাবাটি পদ্মপুকুর মোড় এলাকায় প্রতিপক্ষ দলের সন্ত্রাসীদের ছোড়া তিন রাউন্ড গুলিতে গুরুতর আহত হন তানু ভুঁইয়া। স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল দুপুরে বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্তকারী চিকিৎসকরা বলেছেন, তানুর বুকে দুটি ও নাভির কাছে একটি গুলি লাগায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। বিকালে পুরাতন বাজার ও বাসাবাটি এলাকায় দুই দফা জানাজা অনুষ্ঠিত হয়। তার স্ত্রী ও তাসমিম নামে (৯) এক মেয়ে রয়েছে।

সর্বশেষ খবর