বুধবার, ১৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

মৃত্যু সনদ দেওয়া বৃদ্ধার পাশে ইউএনও

নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুরে জীবিত বৃদ্ধাকে মৃত্যু সনদ দিয়ে ভাতা বন্ধ করে দেওয়া ছখিনা বেওয়ার (৭০) পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা সুলতানা। উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নুরুল্লাহপুর গ্রামে ওই বৃদ্ধার বাড়িতে গতকাল খাদ্যসামগ্রী পৌঁছে দেন তিনি। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৩০ কেজি চাল, ৫ কেজি ডাল, ২ লিটার  তেল, ২ কেজি চিনি ও ২ প্যাকেট সেমাই। এর আগে, ওই এলাকার মৃত আব্দুস সাত্তারের স্ত্রী ছখিনা বেওয়াকে মৃত্যুর সনদ দিয়ে তার বয়স্ক ভাতা বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রনজুর বিরুদ্ধে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে উপজেলাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে ওই বৃদ্ধার বয়স্ক ভাতা দ্রুততম সময়ে পুনর্বহালে ব্যবস্থা নেওয়ার কথা জানায় উপজেলা প্রশাসন। এ বিষয়ে ইউএনও শামীমা সুলতানা বলেন, সখিনা বেগমের সঙ্গে দেখা করে তার বয়স্কভাতার কার্ডের ভুল দ্রুততম সংশোধনের আশ্বাস দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর