বুধবার, ১৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিতের দাবি

দিনাজপুর ও নাটোর প্রতিনিধি

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) নির্দেশনা অনুসারে রাজনৈতিক দলের সব পর্যায়ে ২০২৫ সালের মধ্যে ন্যূনতম ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিতসহ সাত দফা দাবি জানিয়েছে দিনাজপুরে নারী উন্নয়ন ফোরাম ও অপরাজিতা নেটওয়ার্ক। গতকাল দুপুরে দিনাজপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন নারী ফোরামের মোছা. আরজিনা বেগম। কাহারোল উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমী আক্তার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। উপস্থিত ছিলেন জেসমিন আকতার রিভা, ইসমত আরা,  কোহিনুর বেগম প্রমুখ। একই দাবিতে নাটোরে সংবাদ সম্মেলন করেছে অপরাজিতা নেটওয়ার্ক ও নারী উন্নয়ন ফোরাম। অপরাজিতা রাজশাহী প্রকল্পের ক্লাস্টার সমন্বয়কারী শাহিনা লাইজুর সঞ্চালনায় নাটোর শহরের ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরিতে আয়োজিত সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ করেন রাবিয়া বেগম। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রুবিয়া বেগম, রাশিদা বেগম, মর্জিনা বেগম।

সর্বশেষ খবর