শনিবার, ২৬ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

বিশ্বকাপ খেলা দেখা নিয়ে সংঘর্ষে আহত ৬

নাটোর প্রতিনিধি

বিশ্বকাপ খেলা দেখা নিয়ে সংঘর্ষে আহত ৬

নাটোরের গুরুদাসপুরে বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উভয়পক্ষই আর্জেন্টিনা সমর্থক বলে জানা গেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মিল্কি বাজারে এ সংঘর্ষ হয়।  জানা যায়, চাপিলা ইউপির সাবেক চেয়ারম্যান সামসুল হকের ভাই, ভাতিজা তাদের নিজস্ব জায়গায় প্রজেক্টরের মাধ্যমে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে আসছে। অন্যদিকে বাজারের উত্তর পাশে একই এলাকার রাজ্জাক আলীর ছেলে সাইফুল ইসলাম, সামাদ হোসেন ও তার সমর্থকরা প্রজেক্টরের মাধ্যমে খেলা দেখছিলেন। উভয় পক্ষই আর্জেন্টিনার সমর্থক। বৃহস্পতিবার সন্ধ্যায় সামসুল হক বাজারে চা খেতে গেলে তার সঙ্গে দ্বন্দ্বে জড়ান সামাদ ও সাইফুল। একপর্যায়ে সামসুল হকের প্রজেক্টরে খেলা পরিচালনা করতে নিষেধ করেন সামাদ। এ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মতিন জানান, এ-সংক্রান্ত কোনো অভিযোগ পাইনি।

সর্বশেষ খবর