সোমবার, ২৮ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

যুবক হত্যায় তিনজনের যাবজ্জীবন

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার হোমনায় জমি নিয়ে বিরোধে যুবক হত্যা মামলার ১৭ বছর পর তিনজনকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৪-এর বিচারক বেগম সেলিনা আক্তার এ রায় দেন। দন্ডপ্রাপ্তরা হলেন- হোমনা উপজেলার জগন্নাথকান্দি গ্রামের জাকির হোসেন (৩৭), কাজল (৪৭) ও হানিফ (৪৩)। দন্ডপ্রাপ্তদের মধ্যে হানিফ পলাতক রয়েছে। আদালত সূত্র জানায়, ২০০৫ সালে হোমনা উপজেলার জগন্নাথকান্দি গ্রামের আবদুল হামিদের ছেলে মনির হোসেনের (২১) লাশ কাঠালিয়া নদী থেকে উদ্ধার করেন স্থানীয়রা। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করেন নিহতের বাবা। ২০০৬ সালে পুলিশ মামলায় চারজনের নাম উল্লেখ করে চার্জশিট দেয়। এতে বলা হয় আসামিরা সম্পত্তির বিরোধে মনিরকে হত্যা করেছে।

 

সর্বশেষ খবর