মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২ ০০:০০ টা

জেলা পরিষদ নির্বাচন নিয়ে সংঘর্ষে আহত ১৩

নোয়াখালী প্রতিনিধি

জেলা পরিষদ নির্বাচন নিয়ে সংঘর্ষে আহত ১৩

নোয়াখালীতে সংঘর্ষে জড়ায় দুই সদস্য প্রার্থীর সমর্থকরা -বাংলাদেশ প্রতিদিন

নোয়াখালীতে জেলা পরিষদের সদস্য পদে নির্বাচনের ফল ঘোষণা নিয়ে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ইউপি চেয়ারম্যানসহ ১৩ জন আহত হয়েছেন। জেলা শহরের হরিনারায়ণপুর স্কুলের সামনে গতকাল বিকালে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে পাঁচজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল দিনভর ভোট গ্রহণ শেষে বিকালে ফল ঘোষণার পর সদস্য প্রার্থী কামাল উদ্দিন ও আরমান চৌধুরীর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সংঘর্ষ বাধে। বিজয়ী প্রার্থী আরমান চৌধুরী এ ঘটনার জন্য পরাজিত প্রার্থীর সমর্থকদের দায়ী করে বলেন, আমি বিষয়টি আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতাদের জানিয়েছি। পরাজিত প্রার্থী কামাল উদ্দিনের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিফ করেননি। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম সত্যতা স্বীকার করে বলেন, দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর নোয়াখালী জেলা পরিষদের নির্বাচনের হওয়ার কথা থাকলেও উচ্চ আদালতের রিটের কারণে স্থগিত থাকে। গতকাল শুধু সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদের নির্বাচন হয়েছে।

সর্বশেষ খবর