শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

৪২২ শিক্ষার্থীকে হল থেকে বের করার ঘটনায় নিন্দার ঝড়

নাটোর প্রতিনিধি

৪২২ শিক্ষার্থীকে হল থেকে বের করার ঘটনায় নিন্দার ঝড়

কিছুসংখ্যক শিক্ষার্থীর বেতন বকেয়া আছে- এমন তথ্য পেয়ে চলমান বার্ষিক পরীক্ষা বন্ধ করে ৪২২ জনকে হল থেকে বের করার ঘটনায় নিন্দার ঝড় বইছে। নাটোরের বড়াইগ্রাম পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের নির্দেশে আকস্মিকভাবে পরীক্ষা বন্ধ করা হলে বাড়ি ফিরে যায় শিক্ষার্থীরা। ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। সচেতন মহল ঘটনাটি দুঃখজনক উল্লেখ করে নিন্দা জানান। জানা যায়, বিদ্যালয়ের বার্ষিক সমাপনী পরীক্ষার রুটিন অনুযায়ী গত বৃহস্পতিবার ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির আইসিটি বিষয়ের পরীক্ষা ছিল। ১০টার ঘণ্টা বাজলে শিক্ষকরা উত্তরপত্র ও প্রশ্নপত্রও সরবরাহ করেন। আকস্মিক প্রধান শিক্ষক মাহবুবুর রহমান হলে এসে কে কে বেতন পরিশোধ করেনি জানতে চান। এ সময় কয়েকজন বেতন বকেয়া আছে বলে স্বীকার করে। তখন ক্ষুব্ধ হয়ে তিনি খাতা ও প্রশ্নপত্র কেড়ে নিয়ে শিক্ষার্থীদের হল থেকে বের করে দেন। প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি যা করেছি ঠিকই করেছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রউফ জানান, ঘটনাটি সরকারি বিধিমালার পরিপন্থী।

প্রধান শিক্ষক এভাবে পরীক্ষা বন্ধ করতে পারেন না। আগামী রবিবার জেলা মাধ্যমিক কর্মকর্তার সঙ্গে মিটিং করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর