প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ব্ল্যাক রাইস জাতের ধান আবাদ করে সাড়া ফেলেছেন নীলফামারীর সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর দেওয়ানিপাড়া গ্রামের কৃষক শফিকুল ইসলাম বাবু। ২২ শতাংশ জমিতে এ ধান চাষ করে তিনি আশার আলো দেখছেন। বিদেশি এই ধান চাষে আগ্রহ বেড়েছে অন্য কৃষকদের। শফিকুল ইসলাম বাবু বলেন, গণমাধ্যমে প্রতিবেদন দেখে ব্ল্যাক রাইস সম্পর্কে জানতে পারি। অনেক খোঁজাখুঁজির পর চট্টগ্রাম থেকে বীজ এনে চাষাবাদ শুরু করি। ১ কেজি চালের মূল্য ৮০০ টাকা। ধানের ফলন ভালো, অল্প সময়ে অধিক ফলন পাওয়া যায়। ৯০ দিন পূর্তি হলেই ধান কাটা যায়। পোকামাকড়ের কোনো বালাই নেই। ফলন প্রতি বিঘায় ১৮ থেকে ২০ মণ হতে পারে।