নারায়ণগঞ্জে দুটি ক্লিনিককে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল দুপুরে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় আমলাপাড়া এলাকায় মিতু ক্লিনিক এবং রোগীর কাছ থেকে প্রদর্শিত মূল্যেও বেশি বেশি টাকা নেওয়ায় সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার বাংলাদেশ নবজাতক হাসপাতালকে এ জরিমানা করা হয়।