বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
সরকারি স্কুলে ভর্তি

লটারিতে এক ছাত্রীর নাম উঠল তিনবার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষার লটারিতে এক ছাত্রীর নাম উঠেছে তিনবার। ফলে লটারি কার্যক্রম নিয়ে অভিভাবকদের মধ্যে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সূত্রে জানা যায়, এবার এই শিক্ষাপ্রতিষ্ঠানে ৮ হাজার ৭৭৯ ছাত্রী তৃতীয় শ্রেণিতে ভর্তির আবেদন করেছে। এর মধ্যে প্রভাতি এবং দিবা শাখায় মোট ২০৬ জন ভর্তির সুযোগ পাবে। নতুন বছরে তৃতীয় শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করতে নিয়ম অনুযায়ী লটারির ব্যবস্থা করা হয়। গত সোমবার লটারিতে শরমিলা আক্তার নামে এক ছাত্রীর নাম তিনবার ওঠে। লটারির পর ভর্তির জন্য ওই দিন বিকালে ফল ঘোষণা করা হয় অনলাইনে ও স্কুলের নোটিস বোর্ডে। সেই ভর্তির তালিকায় শরমিলা আক্তার প্রথম, দ্বিতীয় ও ষষ্ঠ স্থানে অবস্থান করছে। ওই ছাত্রীর আবেদনের সময় করা ইউজার আইডিতেও ভিন্নতা রয়েছে। তবে শরমিলা আক্তারের পিতার নাম শফিকুল ইসলাম, মাতার নাম নাছিমা আকতার ও মোবাইল নম্বর ০১৭১২-৯৫৩১৮৮ ব্যবহার করা হয়েছে। এ ছাড়া ক্লাস ও শিফট সব কিছুতেই আছে। স্কুল সংশ্লিষ্টরা জানান, লটারিতে ব্যবহার করা সফটওয়্যারের দুর্বলতার কারণে একজনের নাম একাধিকবার আসার সুযোগ হয়েছে। তবে একজন একবারই ভর্তি হতে পারবে। প্রধান শিক্ষক রাবেয়া খাতুন জানান, এ রকম ঘটনা এর আগেও ঘটেছে। সে ক্ষেত্রে একটি বাতিল করে একটি ভর্তি করা হয়েছে। এক ছাত্রীর নামে তিনটি নিবন্ধন বা আবেদন করা হয়েছে। একজন অভিভাবকের এমন করা উচিত হয়নি। বিদ্যালয়ের সভাপতি জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ খবর