কালিয়াকৈরে রাজনৈতিক মামলায় গ্রেফতার বোয়ালী ইউনিয়ন বিএনপি সভাপতি আলী আজম খানের স্থায়ী মুক্তি চায় তার পরিবার। মঙ্গলবার প্যারোলে তিন ঘণ্টার জন্য মুক্তি পেয়ে হাতকড়া আর ডান্ডাবেরি নিয়ে মায়ের জানাজা পড়তে আসেন তিনি। পরিবারের দাবি তিন ঘণ্টার জন্য নয়, আলী আজমকে স্থায়ী মুক্তি দেওয়া হোক। পরিবার সূত্রে জানা যায়, আলী আজমকে গত ২ ডিসেম্বর একটি মামলায় গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি গাজীপুর জেলখানায় রয়েছেন। আলী আজমের ভাই আতাউর রহমান বলেন, গত রবিবার আমার মায়ের মৃত্যু হয়। মাকে শেষবারের মতো দেখতে ভাইয়ের মুক্তির জন্য আবেদন করি। আবদনের পরিপ্রেক্ষিতে তিন ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।
জানাজার সময় তার হাতকড়া ও ডান্ডাবেরি খুলে দেওয়া হয়নি বলে স্থানীয়রা জানান। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জানাজায় উপস্থিত লোকজন। কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান জানান, মায়ের লাশ দেখতে আসলে তাকে আমরা প্রটেকশন দেই। আসামির হাতকড়া আর ডান্ডাবেরি খুলে দেওয়ার দায়িত্ব আমাদের নয়। এটা জেল কোর্টের বিষয়।