আমবয়ানের মধ্য দিয়ে বুধবার বাদ আসর শুরু হয়েছে বগুড়া জেলা ইজতেমা। ঢাকা-বগুড়া প্রথম বাইপাস সড়কের বারোপুর-ঝোপগাড়ী এলাকার প্রায় ১৫ একরজুড়ে জেলা তাবলিগ মারকাজ মসজিদে তিন দিনব্যাপী এ ইজতেমায় মুসল্লির ঢল নেমেছে। দিল্লির নিজাম উদ্দিন মারকাজের অনুসারীরা এ ইজতেমার আয়োজন করেন। হাজার হাজার মুসল্লির আগমনে মুখরিত হয়ে ওঠে পুরো ইজতেমা ময়দান। আয়োজক কমিটির শাহ আলম জানান, এবার ইজতেমায় লক্ষাধিক মেহমান থাকার ব্যবস্থা করা হয়েছে। শনিবার (আগামীকাল) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ ইজতেমা।