শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা

ঠাকুরগাঁও প্রতিনিধি

অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউপি চেয়ারম্যান টেলিনা সরকার হিমুর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত এ অভিযোগ দেন পরিষদের তিন নারী সদস্যসহ ১১ জন মেম্বার। অভিযোগের অনুলিপি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী, জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন দফতরে পাঠানো হয়েছে। ইউপি চেয়ারম্যান টেলিনা  বলেন, সবকিছু নিয়মমতো করা হচ্ছে। তারা অভিযোগ দিয়েছেন এতে আমার করার কিছুই নেই। 

সর্বশেষ খবর