শিরোনাম
শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ড্রেজার মেশিনে বালু তোলায় হুমকিতে আবাদি জমি

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জের আত্রাই নদীর বলদিয়াপাড়া বালুমহালে ড্রেজার মেশিন দিয়ে বালু তোলায় দেখা দিয়েছে ভাঙন। বিলীন হচ্ছে ফসলি জমি। দ্রুত ড্রেজার মেশিন দিয়ে বালু তোলা বন্ধ ও নতুন করে বালুমহাল ইজারা না দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন শত শত কৃষক। বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের বলদিয়াপাড়ায় আত্রাই নদীর ঝাড়বাড়ী-জয়গঞ্জ খেয়াঘাট বালুমহলের সামনে গতকাল ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। এ সময় বক্তব্য দেন শতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও ইউপি সদস্য আবদুস সালাম, ঝাড়বাড়ী কলেজের সাবেক সহকারী অধ্যক্ষ মোশাররফ হোসেন, কৃষক আবু বক্কর সিদ্দিক প্রমুখ। ভুক্তভোগী কৃষক আবু বক্কর সিদ্দিক বলেন, জমিতে পাট, ধান, সরিষা ভুট্টাসহ নানা ফসল আবাদ হয়। কৃষকরা জীবিকানির্বাহ করেন জমির ফসল দিয়ে। সরকারি বালুমহল থেকে দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে ড্রেজার দিয়ে বালু তোলা হচ্ছে। শত শত বিঘা আবাদি জমি ভাঙনের ঝুঁকির মুখে পড়েছে। তিনি আরও জানান, ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ, নতুন করে বালুমহাল ইজারা না দেওয়ার জন্য আমরা ভুক্তভোগী কৃষকদের স্বাক্ষর নিয়ে জেলা প্রশাসকের কাছে জমা দেব।

 দ্রুত ড্রেজার মেশিন দিয়ে বালু তোলা বন্ধ না হলে এবং নতুন করে বালুমহাল ইজারা দিলে অনেক কৃষকের জমি নদীতে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করছেন তারা। বক্তারা বলেন, ড্রেজার মেশিনে বালু উত্তোলনে নদীর গতিপথ বদলে ফসলি জমি গ্রাস করছে। তাই ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ, নতুন করে বালুমহাল ইজারা না দেওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তারা।

সর্বশেষ খবর