শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে পরিবেশ অধিদফতর ও উপজেলা প্রশাসন। গতকাল দুপুরে কুড়িগ্রাম পরিবেশ অধিদফতর ও উলিপুর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এতে উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নে অবস্থিত এসএফবি ব্রিকস নামে একটি অবৈধ ইটভাটা পুরো গুঁড়িয়ে দেওয়া হয়। পরে ইটভাটাটি বন্ধ ঘোষণা করা হয়। উলিপুর উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় কুড়িগ্রাম পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক রেজাউল করিম  উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ইটভাটা মালিকগণকে অবৈধ ইটভাটা বন্ধ ও পোড়ামাটির ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ইট তৈরিতে নির্দেশনা প্রদান করা হয়।

সর্বশেষ খবর