শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

বড়দিনের উৎসব ঘিরে প্রস্তুতি

হিলি প্রতিনিধি

দুই দিন পরই খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। সেই উৎসব ঘিরে দিনাজপুরের হিলিতে খ্রিস্টান পল্লীগুলোতে বিভিন্ন গির্জা ও বাড়িঘরে চলছে সাজসজ্জাসহ শেষ মুহূর্তের প্রস্তুতি। বাড়ির সব সদস্যের পোশাকসহ নানা ধরনের কেনাকাটা চলছে। বড়দিনের আয়োজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন সবাই। এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ। এবার করোনাভাইরাসের প্রকোপ না থাকায় জাঁকজমকপূর্ণভাবে বড়দিন উৎসব পালনের প্রস্তুতি নিচ্ছেন তারা। হাকিমপুর উপজেলা আদিবাসী ফেডারেশনের সভাপতি রূপলাল তির্কি বলেন, আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। বড়দিন ঘিরে গির্জাসহ আমাদের সম্প্রদায়ের মানুষের বাড়িঘরে সাজসজ্জাসহ ব্যাপক প্রস্তুতি চলছে। ২৪ ডিসেম্বর রাতে আমাদের একটা প্রার্থনা হবে। এ ছাড়া ২৫ ডিসেম্বর প্রার্থনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলাসহ দিনব্যাপী নানা অয়োজন থাকবে। বড়দিনে সব যেন সুন্দরভাবে হয় সেই প্রস্তুতি চলছে। হাকিমপুর থানার ওসি জয়ন্ত কুমার জানান, উপজেলায় খ্রিস্টান সম্প্রদায়ের ১০টি উপাসনালয় রয়েছে।

সর্বশেষ খবর