মেহেরপুরের গাংনীর সাহারবাটি মাঠে মৌমাছির কামড়ে হায়দার আলী (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও চারজন। গতকাল বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতাল ও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হায়দার আলী সাহারবাটি গ্রামের তাহাজ উদ্দীনের ছেলে। আহতরা হলেন- একই গ্রামের আছেদ আলীর ছেলে ফজলু (৪০), হায়দার আলীর ছেলে মাসুম (১৫), আনন্দ মন্ডলের ছেলে হায়াত আলী (৬০) ও পঞ্জত আলীর ছেলে মোহাম্মদ আলী (৫৫)। স্থানীয়রা জানান, সাহারবাটি মাঠের একটি গাছে মৌমাছির চাক ছিল। হঠাৎ একটি বাজপাখি মৌচাকে ছোঁ মারে। এ সময় মাঠে কাজ করা কৃষকের ওপর মৌমাছি আক্রমণ করে। আহত হন হায়দার আলী, ফজলু, মাসুম, হায়াত আলী ও মোহাম্মদ আলী। ঘটনাস্থলেই মারা যান হায়দার আলী। অন্যদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।