সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

বর্ণিল আয়োজনে বড়দিন উদযাপন

প্রতিদিন ডেস্ক

বর্ণিল আয়োজনে বড়দিন উদযাপন

দিনাজপুরে খ্রিস্টধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব -বাংলাদেশ প্রতিদিন

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আচার-অনুষ্ঠান, আনন্দ-উৎসব এবং প্রার্থনার মধ্য দিয়ে গতকাল সারা দেশে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান বড়দিন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গির্জা ও দেশের পাঁচতারকা হোটেল ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের ঘরে ঘরে ছিল উৎসবের আমেজ। পাঁচতারকা হোটেলগুলোতে বিশেষ ডিনারের আয়োজন করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

চট্টগ্রাম : দিনটি উপলক্ষে নগরীর খিস্টান ধর্মাবলম্বীদের ঘরে ঘরে ছিল উৎসবের আমেজ। ধর্মীয় প্রার্থনার পাশাপাশি বড়দিনকে ঘিরে কেউ বিশেষ খাবার কিংবা কেক তৈরি করেছেন, কেউ ধর্মীয় গানের আয়োজন করেছেন, কেউ গেছেন বেড়াতে। এ ছাড়া নগরীর পাঁচতারকা হোটেলগুলোতেও বড়দিন উপলক্ষে বর্ণিল সাজের ক্রিসমাস ট্রি, ক্রিসমাস হাউস, শিশুদের আনন্দ দিতে সান্তা ক্লজের সাজের আয়োজন করা হয়। বিভিন্ন পদের ডিনারকে নানা ডিজাইনে রূপ দিয়েছেন পাঁচতারকার রাঁধুনিরা। দিনটি উপলক্ষে নগরীর গির্জাগুলোয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। সিলেট : সকালে নগরীর নয়াসড়কের প্রেসবিটারিয়ান চার্চে সুধীজনদের মিলনমেলা বসে। সেখানে কেক কাটা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটে দায়িত্বরত ভারতের সহকারী হাইকমিশন নিরাজকুমার জসওয়াল, চার্চের কার্যনির্বাহী কমিটির সভাপতি ঢিকন নিঝুম সাতমা, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আল আজাদ প্রমুখ। এদিকে চার্চে বিশেষ উপাসনার আয়োজন করা হয়। সেখানে দেশ ও জাতির কল্যাণ কামনায় প্রার্থনা করা হয়। ময়মনসিংহ : সকাল থেকে সব বয়সের খ্রিস্টান ধর্মাবলম্বীরা নগরীর ভাটিকাশর ক্যাথেড্রাল গির্জা হাউসে একত্রিত হয়ে বিশেষ প্রার্থনায় অংশ নেন। দেশবাসীর শান্তি ও মঙ্গল কামনায় প্রার্থনা পরিচালনা করেন বৃহত্তর ময়মনসিংহ ধর্মপ্রদেশের বিশপ পনেন পল কুবি। নোয়াখালী : সদর উপজেলার সোনাপুরে লুর্দের রানি ধর্মপল্লীর গির্জায় গির্জায় সকালে প্রার্থনা অনুষ্ঠিত হয়। এতে নোয়াখালী ছাড়াও ঢাকা- চট্টগ্রাম থেকে তাদের ধর্মীয় ভক্তরা যোগ দেন। মাদারীপুর : জেলার ১৫টি ক্যাথলিক ও ব্যাপ্টিস্ট গির্জায় দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বড়দিন উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কালিয়াকৈর (গাজীপুর) : সকাল থেকে কালিয়াকৈর উপজেলার ২৪টি গির্জা ও খ্রিস্টান পল্লীতে নানা উদ্দীপনায় বড়দিন উদযাপিত হয়েছে।

সর্বশেষ খবর