সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

কুড়িগ্রামে তিন দিনব্যাপী ইজতেমা সমাপ্ত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে গতকাল শেষ হয়েছে তিন দিনব্যাপী চরমোনাই পীরের ইজতেমা। শহরের পূর্বপ্রান্তে ধরলা সেতুসংলগ্ন ফজলুল করিম (রহ.) জামিয়া ইসলামীয়া মাদরাসা প্রাঙ্গণে ইজতেমায় জেলা ও বাইরের বিভিন্ন স্থান থেকে প্রায় দেড় লক্ষাধিক মুসল্লি অংশ নেন। বাংলাদেশ মোজাহিদ কমিটির ব্যানারে তিন দিনব্যাপী ইজতেমায় আখেরি মোনাজাত পরিচালনা করেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।

চরমোনাই পীর বলেন, ‘জনগণ সব ক্ষমতার উৎস হতে পারে না। আল্লাহতায়ালা সব ক্ষমতার উৎস। এ বিশ্বাস সব মুসলিমকেই করতে হবে। ইবাদতে নিয়তের পরিশুদ্ধতা না থাকলে সেই ইবাদত কবুল হয় না।’

ইজতেমায় বয়ান করেন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা নুরুল হুদা ফয়েজী,   মাওলানা আবদুল আউয়াল, ডা. সিরাজুল ইসলাম সিরাজী, মুফতি রেজাউল করিম আবরার, রংপুর বিভাগীয় মুজাহিদ কমিটির জয়নুল আবেদীন প্রমুখ।

সর্বশেষ খবর