সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

সরকারি রাস্তার মাটি যাচ্ছে ইটভাটায়!

নাটোর প্রতিনিধি

সরকারি রাস্তার মাটি যাচ্ছে ইটভাটায়!

নাটোরের লালপুরে স্থানীয় প্রভাবশালীদের বিরুদ্ধে কাঁচা রাস্তার মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। সরজমিনে দেখা যায়, উপজেলার দক্ষিণ লালপুর পদ্মারচরের একমাত্র রাস্তা কেটে গর্ত খনন করায় চরাঞ্চলের লোকজনের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। এতে চরাঞ্চলের লোকজনের যাতায়াতের ভোগান্তি ও কৃষকদের পণ্যবাহী যানবাহন যাতায়াতের জন্য বিকল্প রাস্তা তৈরি করে ফসলি জমি নষ্ট করে যাতায়াত করতে হচ্ছে। এছাড়া ভেকু মেশিন দিয়ে রাস্তার অন্তত ১৫ ফিট প্রস্থ ও ৪০ ফিট দৈর্ঘ্যের মাটি কাটা হয়ে গেছে। এতে ওই পথে চলাচলকারী মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবি করেছেন তারা। খোঁজ নিয়ে জানা যায়, গত ১৫ ডিসেম্বর গভীর রাতে উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের শরিফুল ইসলাম (৫০) ও মানিক (৩২) চলাচলের রাস্তা খনন করে মাটি কেটে নিয়ে যান। পরে স্থানীয়রা পুলিশ-প্রশাসনকে জানালে ঘটনাস্থলে পুলিশ গিয়ে রাস্তার মাটি কাটা বন্ধ করে দেন।

 

সর্বশেষ খবর