ঢাকার কেরানীগঞ্জ ও যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ২২৫ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল সন্ধ্যায় র্যাবের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন- আল আমিন বেপারী (২৫), সায়াদ হাসান শুভ (২৪), রত্না আক্তার (২৭), সুলতানা আক্তার (২৮) ও ফরিদ শেখ (২৫)। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা হয়েছে।