বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

সেনাপ্রধানের শীতবস্ত্র বিতরণ

দিনাজপুর প্রতিনিধি

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, প্রতি বছরের ন্যায় বাংলাদেশ সেনাবাহিনী এখন শীতকালীন প্রশিক্ষণে নিয়োজিত আছে। তিনি গতকাল সকালে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন ও ৬৬ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় দিনাজপুরের ঘোড়াঘাটের ডুগডুগির হাট ও ফুলবাড়ীর চকচকা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এবং সুধী সমাবেশে বক্তব্য রাখেন।

তিনি আরও বলেন, আমরা গভীরভাবে বিশ্বাস করি বাংলাদেশ সেনাবাহিনী সাফল্য যুদ্ধক্ষেত্রে অর্জন করতে হলে অবশ্যই জনগণের সহায়তা দরকার। পৃথিবীর কোনো সেনাবাহিনী জনগণের সমর্থন ছাড়া জয়লাভ করতে পারেনি। জনসমর্থনের জন্য আমরা জনগণের পাশে থেকে তাদের জন্য কিছু করতে পারলে ভালো লাগবে। সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আরও বলেন, আজকে আমরা অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী শীতকালীন প্রশিক্ষণ এলাকায় অসহায়, গরিব-দুঃখী মানুষের মাঝে ফ্রি-মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর