সোমবার, ২ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কেটে ইটভাটার সুড়ঙ্গ পাউবোর মামলা

বরগুনা প্রতিনিধি

বরগুনার আমতলীতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কেটে সুড়ঙ্গ করার অভিযোগ উঠেছে এক ইটভাটার মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় বরগুনা পাউবোর পক্ষ থেকে আমতলী থানায় মামলা দায়ের করা হয়েছে। গতকাল বরগুনা পাউবোর উপ-সহকারী প্রকৌশলী আজিজুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ইটভাটা মালিক আবুল মৃধা ও বাদল মৃধাকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালে আমতলীর গুলিশাখালী ইউনিয়নের আঙ্গুলকাটা গ্রামে বুড়ীশ্বর নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কাছে স্থানীয় বদিউল আলম মুন্সি নামে এক ব্যবসায়ী মুন্সি ব্রিকস নামের একটি ইটভাটা স্থাপন করেন। পরে তিনি কুকুয়া ইউনিয়নের আবুল হোসেন মৃধার কাছে ভাড়া দেন ইটভাটাটি। সম্প্রতি ওই ইটভাটায় ইট পোড়ানোর মালামাল আনা-নেওয়ার সুবিধার্থে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ কেটে সুড়ঙ্গ করা হয়।

ইটভাটার ভাড়া নেওয়া আবুল হোসেন মৃধা বলেন, ‘এই বাঁধ আমি কাটিনি। সুড়ঙ্গটি মুন্সি ব্রিকসের মালিক বাদল মুন্সি নিজেই করেছেন। আমি ভাড়া নিয়ে ইটভাটা চালাই।’

সর্বশেষ খবর