মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

মেহেরপুরে দুই বছরে বজ্রপাতে ৬০ কৃষকের মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে বজ্রপাতে মৃত্যুর আতঙ্কে রয়েছে কৃষক। গত দুই বছরে বজ্রপাতে ৬০ কৃষকের মৃত্যু হয়েছে। কৃষকরা বলছেন, পর্যাপ্ত কৃষক ছাউনি থাকলে তারা বজ্রপাত থেকে রক্ষা পেতে সেখানে আশ্রয় নিতে পারত। অন্যদিকে বজ্রপাত মোকাবিলায় সড়কের পাশে তালগাছ রোপণে কৃষি বিভাগের উদ্যোগ নেওয়ার দাবি পরিবেশবিদদের। বজ্রপাতে কৃষকের মৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ কৃষকদের মাঝে তৈরি হয়েছে আতঙ্ক। ফলে আকাশে মেঘ দেখলে কৃষক কাজ বন্ধ করে নিরাপদ আশ্রয় খুঁজতে বাধ্য হচ্ছে। আগে বজ্রপাত মোকাবিলা করতে রাস্তার পাশে এবং বিস্তীর্ণ মাঠে ছিল তালগাছ। সেই তালগাছ কেটে ইটভাটায় জ্বালানি হিসেবে ধ্বংস করার কারণে প্রকৃতির বৈরিতা এবং বজ্রপাতে মৃত্যুর ঘটনা বেড়েছে। সরকারিভাবে বিভিন্ন মাঠে বজ্রপাত থেকে কৃষককে রক্ষায় তৈরি করা হয়েছে কৃষক ছাউনি। সেগুলোও পর্যাপ্ত না হওয়ায় দুর্যোগের সময়ে কৃষক পাচ্ছে না কোনো নিরাপদ আশ্রয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর