বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

বাস-অটোরিকশা শ্রমিকদের সংঘর্ষ ভাঙচুর, আহত ১০

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ও বাসমালিক সমিতির সদস্যদের দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহতদের ভোলা ও চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের কারণে প্রায় দুই ঘণ্টা ভোলা-চরফ্যাশন সড়কে বাস চলাচল বন্ধ ছিল। ঘটনার পর রাতে বাসমালিক সমিতির চরফ্যাশন সমিতির শাখা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন জেলা সমিতির নেতারা। তারা অবৈধ যানবাহন উচ্ছেদ ও মহাসড়কে নির্বিঘ্নে বাস চলাচলের দাবি জানান। ভোলা বাসমালিক সমিতির সহ-সভাপতি সালাম পাটোয়ারি জানান, ভোলা-চরফ্যাশন রুটে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশাগুলো অবৈধ। সে কারণে বাসমালিক সমিতির অবৈধ লোকজন অটোরিকশা আটকিয়ে রাখে। অটোচালকরা উল্টো বাস চলাচল বন্ধ করতে সড়ক অবরোধ করেন এবং তিন-চারটি বাস ভাঙচুর ও চারজন বাস শ্রমিককে মারধর করেন। পরে যাত্রীরাই সড়ক থেকে অবৈধ সিএনজি সরিয়ে আমাদের শ্রমিকদের উদ্ধার করেন। সিএনজি চালকদের অভিযোগ, মঙ্গলবার সকালে চরফ্যাশন থেকে যাত্রী নিয়ে ভোলার উদ্দেশে রওনা দেওয়ার সময় চরফ্যাশন বাস টার্মিনালের শ্রমিকরা কয়েকটি সিএনজি আটকিয়ে ভাঙচুর ও চালকদের মারধর করেন। এতে ছয়-সাতজন সিএনজিচালক আহত হন। তাদের চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সিএনজি ভাঙচুর ও হামলার প্রতিবাদে চালকরা প্রায় দুই ঘণ্টা ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করেন।

সর্বশেষ খবর