শনিবার, ৭ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

শব্দদূষণ করায় পাঁচ পরিবহন চালককে জরিমানা

কুমিল্লা প্রতিনিধি

শব্দদূষণ করায় পাঁচ পরিবহন চালককে জরিমানা

পরিবেশ অধিদফতর কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে শব্দদূষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। কুমিল্লা আদর্শ সদর উপজেলার শাসনগাছা এলাকায় কুমিল্লা জেলা প্রশাসনের সহযোগিতায় ওই অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদফতর কুমিল্লা জেলা কার্যালয়ের উপপরিচালক মোসাব্বের হোসেন মোহাম্মদ রাজীব বলেন, নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার ও অনুমোদিত মাত্রার অধিক শব্দ উৎপন্ন করায় এই জরিমানা করা হয়। পাঁচ পরিবহন চালককে ৫ হাজার টাকা জরিমানা নগদ আদায় করা হয়। এ ছাড়া নিষিদ্ধ হর্ন অপসারণ করা হয়। এ সময় আরও কিছু পরিবহনকে সতর্ক করা হয়। শব্দদূষণের বিরুদ্ধে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়। গত বৃহস্পতিবার বিকালের এই মোবাইল কোর্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী এবং পরিবেশ অধিদফতর, কুমিল্লার সিনিয়র কেমিস্ট মো. রায়হান মোর্শেদ ও পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর