রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

২২০ কনটেইনার পণ্য ধ্বংস করবে কাস্টমস

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বন্দর ও অফডকে বিভিন্ন সময়ে আমদানির পর খালাস না হওয়া ২২০ কনটেইনার পণ্য ধ্বংস করবে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। এসব কনটেইনারে পচনশীল খাদ্যপণ্য রয়েছে। বারবার নিলামে তুলেও এগুলো বিক্রি না হওয়ায় অধিকাংশই পচে গেছে। সূত্র জানায়, পণ্যগুলোর বিপরীতে আমদানিকারকের কোনো মামলা, আপত্তি বা নিষেধাজ্ঞা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

সাত দিনের মধ্যে জানাতে ৩ জানুয়ারি চিঠি ইস্যু করে কাস্টমস কর্তৃপক্ষ। এ নিয়ে আজ সভা হওয়ার কথা আছে। এতে ধ্বংস কার্যক্রম শুরুর তারিখ নির্ধারণ করা হবে। ইতোমধ্যে পরিবেশ অধিদফতর কার্যালয় থেকে হালিশহরের আনন্দবাজারে অবস্থিত চট্টগ্রাম সিটি করপোরেশনের ডাম্পিং স্টেশনের পাশের খালি জায়গা পণ্য ধ্বংসের স্থান হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে একই জায়গায় একাধিকবার পণ্য ধ্বংস করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। আটটি সরকারি সংস্থার সমন্বয়ে এসব পণ্য ধ্বংস করে মাটিচাপা দেওয়া হবে।

সর্বশেষ খবর