ফরিদপুর জেলায় বোয়ালমারী উপজেলার বর্নিচর কাটা খালের ওপরে অবস্থিত সেতুটি এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যানবাহন চলাচল তো দূরের কথা হেঁটে চলতে ভয় পাচ্ছে মানুষ। যেকোনো সময় সেতুটি ধসে পড়তে পারে। জেনেও অত্র অঞ্চলের মানুষ প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত পারাপার হচ্ছে। বিশেষ করে শিশুকিশোর, বৃদ্ধরা চরম ঝুঁকি নিয়ে প্রতিদিন পার হচ্ছে। গতকাল সকালে সরেজমিন গিয়ে জানা যায়, ব্রিজটি ময়না ইউনিয়নে চরবর্নি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। বিদ্যালয়ের পাশেই স্থানীয় বাজার। প্রয়োজনের তাগিদে প্রতিদিন কয়েক হাজার মানুষ সেতুটির ওপর দিয়ে যাতায়াত করেন। এ ছাড়া ব্রিজটি ঢালুুু হওয়ায় ময়না টু মহাম্মদপুর রাস্তার সঙ্গে মিশেছে। এ কারণে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দা রব্বানী ও রাসেল মোল্লা জানান, সেতুর এক প্রান্তে অবস্থিত প্রাথমিক বিদ্যালয় এবং সঙ্গে বাজার। স্কুল-কলেজের ছাত্রছাত্রী ছাড়াও সাধারণ মানুষের প্রতিদিনের যাতায়াত এ ব্রিজের ওপর দিয়েই। পণ্য পরিবহনসহ প্রতিদিন হাজারও লোকের চলাচলের ভার বহন করে সেতুটি। খোঁজ নিয়ে জানা গেছে, বয়স আর ভারী যানবাহন চলাচলে কয়েক বছর ধরেই সেতুটির এমন বেহাল দশা ও ঝুঁকিপূর্ণ অবস্থা। বর্তমানে সেতুর একটি স্প্যান দেবে যাওয়াসহ সামান্য ভার প্রয়োগেই বিপজ্জনকভাবে কেঁপে উঠছে। দুই পাশের রেলিং ভাঙা এবং সেতুর মাঝখানে ফাটল ধরাসহ নানাবিধ সমস্যায় জর্জরিত। স্থানীয় বাসিন্দা মুকুল বোস বলেন, ময়না টু মহাম্মাদপুর সড়ক থেকে সেতুটি কয়েক ফুট উঁচু। তারপর সেতুটি উঁচু থেকে সরাসরি নেমে এসেছে সড়কটির মাঝ বরাবর। যা সেতু ও সড়কটিকে টি-সংযোগে রূপান্তরিত করেছে। ফলে এ সেতুতে সরাসরি ওঠা-নামা করা যায় না। যার ফলে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। অথচ সেতুটি সোজাসুজি না নামিয়ে সংযোগ সড়কটির সঙ্গে কৌণিকভাবে নির্মাণ করা হলেই অনেকটা দুর্ঘটনা এড়ানো সম্ভব। বোয়ালমারী উপজেলা প্রকৌশলী মো. রাশেদ ইকবাল জানান, সেতুটি সংস্কারের জন্য প্রয়োজনীয় তথ্যাদি এলজিইডি অধিদফতরে প্রেরণ করা হয়েছে।
শিরোনাম
- রামপুরায় রিকশাচালকের রহস্যজনক মৃত্যু
- আওয়ামী লীগের সাবেক এমপিসহ রাজধানীতে গ্রেপ্তার ৭
- গরমে শরীর ঠাণ্ডা রাখবে যে খাবার
- হিটস্ট্রোকের ঝুঁকি এড়াতে করণীয়
- টেস্ট অবসর নিয়ে অনড় কোহলি, চাপে বিসিসিআই
- আওয়ামী লীগ নিষিদ্ধকরণ প্রক্রিয়া যেন দ্রুত হয়: এ্যানি
- তীব্র গরমে অতিষ্ঠ বেনাপোলের জনজীবন
- নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় খুশি ছাত্র-জনতা’
- শ্রীলঙ্কায় তীর্থযাত্রীদের বাস খাদে, নিহত ২১
- ২৫ মে পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিকদের কর্মবিরতি
- অভয়নগরে বসুন্ধরা শুভসংঘের ফ্রি মেডিক্যাল ক্যাম্প
- ‘আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া দেশের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত’
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণায় জয়পুরহাটে আনন্দ মিছিল
- গরমে শরীরচর্চায় খেয়াল রাখবেন যেসব বিষয়
- শ্রীপুরে ছুরিকাঘাতে আহতে যুবকের মৃত্যু, তিন বাড়িতে আগুন
- বছরের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে ঢাকা, জনজীবন দুর্বিষহ
- গরমে প্রাণ জুড়াবে আনারসের পানীয়
- কুষ্টিয়ায় চিকিৎসা ব্যয় কমানোর দাবিতে মানববন্ধন
- প্রধানমন্ত্রীর দুই মেয়াদ শুধু সমাধান না : আসিফ নজরুল