রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

আত্মহত্যার প্ররোচনায় মামলা, স্বামী গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনে কাটা পড়ে দুই শিশু সন্তানসহ গৃহবধূ সুমি নিহতের ঘটনায় বাবা আজিজুল ইসলাম আত্মহত্যার প্ররোচনার দায়ে মামলা করেছেন। প্রধান আসামি গৃহবধূর স্বামী রাশেদুজ্জামানকে (৩৯) পাটগ্রাম থানা পুলিশের সহায়তায় গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। রেলওয়ে থানার ওসি ফেরদৌস আলী বিষয়টি নিশ্চিত করেছেন। পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক বলেন, পারিবারিক কলহের জেরে সুমি আত্মহত্যা করেছেন দাবি করে নিহতের বাবা রেলওয়ে থানায় মামলা করেছেন। সেই মামলায় সুমির স্বামীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ছেলেমেয়ে নিয়ে শুক্রবার সকালে অটোরিকশায় বুড়িমারীর দিকে যাচ্ছিলেন সুমি। ঘুণ্টি নামক স্থানে বুড়িমারী কমিউটার ট্রেনের সামনে ছেলেমেয়ে নিয়ে ঝাঁপ দেন সুমি।

ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই সুমি ও তার মেয়ের মৃত্যু হয়। আহত হয় ছেলে তৌহিদ। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থয় ওই দিন সন্ধ্যায় তৌহিদেরও মৃত্যু হয়।

সর্বশেষ খবর